মতলব দক্ষিণে পল্লী বিদ্যুতের গ্রাহকদের কাছে ৩ কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া পড়েছে। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও গ্রাহকরা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় গত ৭-৮ দিনে মতলব পল্লী বিদ্যুৎ অফিস প্রায় ২ হাজার গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে। বিভিন্নভাবে প্রচার প্রচারণা ও তাগিদ দিয়ে আসছে।
মতলব পল্লী বিদ্যুতের এজিএম এমএম রায়হানুল ইসলাম জানান, ‘মতলব দক্ষিণ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বকেয়া বিল আদায়ের জন্য আমরা তাগিদ দিচ্ছি। মতলব দক্ষিণে আমাদের ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এর মধ্যে ৩ কোটির বেশি টাকার বিদ্যুৎ বিল আবাসিক, অনাবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের কাছে বকেয়া পড়ে আছে। আমরা বকেয়া বিল আদায়ের জন্য অভিযান চালাচ্ছি। গ্রাহকদের বার বার তাগিদ দিচ্ছি। এ বিষয়ে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এদিকে চাঁদপুর পিডিবি’র বকেয়া বিদ্যুৎ বিলের পরিমান হচ্ছে প্রায় ৩২ কোটি টাকা। পৌর এলাকায় বিভিন্ন শিল্প-কারখানায় এসব বিল বকেয়া পড়ে আছে বলে জানান চাঁদপুরের পিডিবির নির্বাহী প্রকৌশলী এইচএম ইকবাল।
তিনি বলেন, বার বার তাগাদা দিচ্ছি বকেয়া বিল পরিশোধের জন্য। অন্যথায় আইনের আশ্রয় নিতে হবে।
জেলা শহরে প্রায় ৮ হাজার বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে ৩৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছেই এসব বকেয়া বিল পড়ে আছে। আবাসিক গ্রাহকদের কাছেও বকেয়া আছে, তবে তা খুব নগণ্য বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট
২৫ জুন ২০১৯