Home / সারাদেশ / জাসদ নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে জেলা জাসদের শোক

জাসদ নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে জেলা জাসদের শোক

মানিকগঞ্জের গণ মানুষের নেতা, জাসদ স্থায়ী কমিটির সহ-সভাপতি , মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না … রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর । তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো.হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০১৯