চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরের চিত্রলেখার মোড় এলাকায় মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদের দায়ে মেট্রো ব্রেড এন্ড কনফেকশনারিকে ৩ হাজার টাকা,আলী বেকারিকে ৫ হাজার টাকা এবং সোস্যাল বাজারকে ৪ হাজার টাকা জরিমানা এবং ১৬ কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসান মানিক।
জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন বলেন,‘অভিযান পরিচালনাকালে শহরের বিভিন্ন বাজারের দোকানে ঘুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বর্জনের পরামর্শ প্রদান করা হয়। নিষিদ্ধ পলিথিন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় ও উপস্থিত সকলকে সচেতন করা হয়। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মো.মোবারক হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মো.আনোয়ারুল হক
২৭ নভেম্বর , ২০১৮ মঙ্গলবার