Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পিকআপ ভ্যান চাপায় ৪ বছরের শিশু নিহত
accident-2
প্রতীকী ছবি

শাহরাস্তিতে পিকআপ ভ্যান চাপায় ৪ বছরের শিশু নিহত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ঘাতক পিকআপ ভ্যান চাপায় ৪ বছরের শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৯ জুন) দুপুরে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের উপজেলার উয়ারুক বাজারের পাশে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে শাহরাস্তি উপজেলার গোগরা গ্রামের কবির হোসেনের মেয়ে শিশু কবিতা ঘটনাস্থলেই নিহত হয়।

শিশু মামা মামা সুমন চাঁদপুর টাইমসকে জানায়, রোববার দুপুরে নানার বাড়ি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় থেকে খালার বাড়িতে যাওয়ার কথা। খালার বাড়ির সামনে সিএনজি থেকে নেমে সড়ক পার হতে গিয়ে পিকআপভ্যান চাপায় সে নিহত হয়।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম নিশ্চিত করে বলেন, পিকআপভ্যানটি জব্দ করা যায়নি। শিশু কবিতার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০১৯