বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদের বিশেষ সভা ১৩ মে সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কর্ণার প্লাজায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কেএম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান গাজী। পরে বিগত সভার কার্যবিবরণ পাঠ, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
এরপর পাঠিত কার্যবিবরণের উপর উপস্থিত কার্যকরি পরিষদের সদস্যগণ মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমাস কর্যকরি পরিষদের সদস্য এমএ লতিফ, সহ-সভাপতি এমএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, যুগ্ম সম্পাদক আশিক বিন রহিম, দপ্তর সম্পাদক সজীব খান, কার্যকরি সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ মে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত নেয়া হ। এছড়াও সংগঠনকে গতিশীল ও শক্তিশালি করার লক্ষে বিবিধ আলোচনা ছাড়াও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
করেসপন্ডেন্ট
১৩ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur