Home / চাঁদপুর / চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
sadar-upzila-parishad-meeting

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারন সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এসময় তিনি বলেন, অভয়াশ্রমে জেলেদের পূর্নবাসনে সরকার চাল বিতরণসহ সরকারি সুবিধা নেয়া সত্ত্বেও নদীতে তারা মাছ ধরা বন্ধ করেনি।

যা সত্যি দুঃখজনক। ভবিষৎ এ অভয়াশ্রমে যাতে সরকারি সুবিধা নেয়ার পর কেউ নদীতে মাছ ধরে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর উপজেলার টেকসই উন্নয়নে আমরা সর্বদা প্রস্তুত। আগে নিজেকে বদলাতে হবে,পরে অন্যকে বদলাবেন। নিজে দূর্নীতিগ্রস্থ হয়ে অন্যের দূর্নীতি কিভাবে বন্ধ করবেন। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। দেশ ও জাতীর কল্যানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সদর উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইখতে খায়রুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ,

বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাসেম খান, কল্যানপুর ইউনিয়ন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,শাহ মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালু,বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী,হানারচর ইউনিয়ন চেয়ারম্যান আঃ সাত্তার রাঢ়ী,জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক এম এ কুদ্দুস রোকন প্রমুখ।

সাধারন সভায় গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
১৩ মে ২০১৯