ট্রান্সফরমার মেরামতে বিলম্ব হওয়ায় ক্ষুব্দ গভীর রাতে চাঁদপুর বিদ্যুৎ অফিসে অতর্কিত হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের অভিযোগ গ্রহণকারী মোঃ আবুল হোসেন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ অফিসের পাম্প অপারেটর মেজবাহ উদ্দিন ও ড্রাইভার মামুন গাজী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর শহরের গুনরাজদী আব্দুল রশিদ পাটওয়ারী সড়কে এলাকায় একটি ট্রান্সফার্মায় সমস্যা দেখা দিলে স্থানীয়রা বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে, কয়েকজন স্টাফ সেখানে ছুটি যান।
তারা ট্রান্সফরমারটি দেখে বুঝতে পারেন সেটি নষ্ট হয়ে গেছে। তাই তারা নতুন একটি ট্রান্সফরমার নিয়ে সেটি পরিবর্তনের কাজ করতে থাকেন।
কিন্তু কাজ শেষ হতে প্রায় রাত প্রায় ২ টা বেজে যায়। এরই মাঝে রাত ২ টার দিকে গুনরাজদী এলাকার কয়েক যুকব মোটর সাইকেল যোগে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের অভিযোগ কক্ষে ঢুকে ২ টি টেলিফোন সেট, চেয়ার, টেবিল, গ্লাস এবং দায়িত্বরত আবুল হোসেনের মোবাইল সেট ভাংচুর করে।
তারা ভেতরে থাকা লোকদের কোনো কথাবার্তা না শুনে অভিযোগ গ্রহনকারী আবুলকে বেধড়ক মারধর করে।
এ বিষয়ে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবালের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি চাঁদপুরের বাহিরে আছি। তবে ভাংচুরের বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। তিনি তা তদন্ত করার জন্য এস আই কামাল হোসেনকে পাঠিয়েছেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
২১ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur