Home / সারাদেশ / সদরঘাটে লঞ্চযাত্রীদেরকে কুলিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন
sadarghat-kuli

সদরঘাটে লঞ্চযাত্রীদেরকে কুলিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কুলি হয়রানি বন্ধ ও সদরঘাটের সকল প্রকার অনিয়ম বন্ধের দাবীতে লঞ্চ যাত্রী ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাব ঢাকার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম রাজিব।

তিনি বক্তব্যে সদরঘাটের সকল হয়রানি বন্ধ ও আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও সদরঘাটে প্লাটুনে পুলিশ বক্স স্থাপন ও কুলিদের নির্ধারিত ভাতা নির্ধারন, প্রতিটি লঞ্চে ডাস্টবিনের ব্যবস্থা করাসহ একাধিক দাবি তুলে ধরেন।

দাবি আদায় না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ও সকলের প্রতি আহবান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম খান, আরিফা আক্তার পিংক, আরিফুল ইসলা, গিয়াসউদ্দি, মিনহা।

এতে উপস্থিত ছিলেন, মোঃ জিকু, লিটন, হেলাল খালেক,শরিফুল ইসলামম, পরান,ফয়সাল, রনি সহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন হাসান আলী মেহেদী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি
২১ জুন ২০১৯