Home / সারাদেশ / মতলবে শুদ্ধাচার কৌশল সচেতনতা বুদ্ধিমূলক প্রশিক্ষণ
motlob-uttor

মতলবে শুদ্ধাচার কৌশল সচেতনতা বুদ্ধিমূলক প্রশিক্ষণ

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সচেতনতা বুদ্ধিমূলক প্রশিক্ষণ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে শুদ্ধাচার কৌশল বুদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার বলেন, আমরা যারা সরকারি চাকুরী করি। তারা সবাই জনগণের টাকায় বেতন নেই।

সেই দিক চিন্তা করে জনগণকে আমাদের সেবা দিতে হবে। প্রত্যেক সেবা গ্রহীতাকে নিজের পিতা-মাতা অথবা ভাই বোন মনে করে সেবা দিতে হবে। তিনি আরো বলেন, সকল সেবা গ্রহীতার সাথে হাঁসি মূখে কথা বলতে হবে ভাল আচরণ করতে হবে। তিনি উপস্থিত প্রশিক্ষনার্থীদের সরকারি সেবা ও সেবার নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ ও ধারনা দেন।

এসময় আরো প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রমূখ। আরো বক্তব্য রাখেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাতেমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ আবু সালেহ, ছেঙ্গারচর পৌর ভূমি কর্মকর্তা শাহজালাল, কলাকান্দা ইউপি সচিব শ্যামল চন্দ্র দাস প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

খান মোহাম্মদ কামাল
: আপআপডেট, বাংলাদেশ ৯:০৩ পিএম, ৬ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply