চাঁদপুর জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের পর্যালোচনায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হয়েছে সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল।
১৫ অক্টোবর সকালে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির,পিপিএম এ উপলক্ষে আয়োজিত জেলা পুলিশের অনুষ্ঠানে ওসি ইবরাহিম খলিল এর হাতে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ চাঁদপুর এর অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক সর্বদিক বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী, সহকারী পুলিশ সুপার শাকিলাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও থানা অফিসারগণ এবং পুলিশ সদস্যবৃন্দ।
একই অনুষ্ঠানে চাঁদপুর মডেল থানার হয়ে আরো তিনজন পুরস্কার পেয়েছেন। এরা হলেন ওসি তদন্ত মাহবুবুর রহমান মোল্লা, এসআই পলাশ বড়ুয়া ও কনস্টেবল সুমন।
সদর মডেল থানা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক বিক্রেতাদের গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur