চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো নাসিম উদ্দিন বলেছেন, কিশোর অপরাধী গ্যাং,বখাটে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অামাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। কিশোর অপরাধী এবং মাদক দমনে সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পযায়ক্রমে অারো কঠোর অভিযান পরিচালনা করবে৷ মাদক এবং কিশোর অপরাধীদের বিরুদ্ধে সামাজিক সচেতনা সবচেয়ে বড় বিষয়।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুমা, চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়াডের দক্ষিন তরপুরচণ্ডী গাছতলা ব্রিজ এর পাশে হাফেজ মমতাজউদ্দিন দেওয়ান কমপ্লেক্স মসজিদে জুমার নামাজের সময় এসব কথা বলেন।
এসময় মডেল থানার ওসি তদন্ত হারুন-অর রশিদসহ মসজিদের খতিব ও এলাকার মুসিল্লগণ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, ১১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur