Home / আন্তর্জাতিক / প্রবাস / আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মদিনায় সমাবেশ
madina-community

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মদিনায় সমাবেশ

সৌদি আরব মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ কে পিটিয়ে হত্যার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার সৌদি আরব সময় রাত ১২ টায় মদিনার একটি স্থায়ী মিলনায়তনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মদিনায় চেঞ্জ টিভির প্রতিনিধি জাহেদ চৌধুরীর সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটি আহবায়ক মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের সভাপতি হাফেজ সাহেদুল হক কাতেবী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদিনা বাংলা টিভির প্রতিনিধি, মদিনার সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফ ই ম ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল হক, মোঃ ফেরদৌস, আলআমিন সাব্বির, আব্দুল মতিন প্রমুখ।

এসময় বক্তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, একটি দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা সামান্য কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা করছে। নিহত আবরার ফাহাদ দেশের কথা বলেছিল। দেশের মানুষের কথা বলেছিল। অন্যায় কিছু তো বলেনি, তাহলে তাকে কেন নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হল?

আবরারের হত্যা কারীদের দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রহমতে ইলাহী।

মদিনা থেকে মাহবুব আলম, ১১ অক্টোবর ২০১৯