চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ মার্চ) সকালে উদ্বোধন এবং বিকেলে পুরুস্কার বিতরণী দুই পর্বের এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা.জেআর ওয়াদুদ টিপু। বিকেলে সমাপনি এবং পুরস্কার বিতরনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক।
ডা.জেআর ওয়াদুদ টিপু বলেন, ‘খেলাধুলা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পড়ালেখার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের নবনির্মিত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভবন হবে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট। যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের পাঠদানে স্থান সংকুলানের কোন সমস্যা না হয়। শুধু ভবন হলেই হবে না শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। এ ব্যপারে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশেষ করে অবিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। অভিভাবকদের খোঁজ নিতে হবে তার সন্তান কার সাথে মিশছে, বাইরে গিয়ে কি করছে। বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে। দেশকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা। তাই মাদকের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে ও গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করি।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মানসুর আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের তপাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, সাবেক কমিশনার ফরিদ বেপারী, মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, বিদ্যালয়ের দাতা সদস্য বাহার হায়দার চৌধুরী,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজোয়ান করিম বিপ্লব, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পুরাণবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি মাহাবুব বেপারি প্রমুখ।
সবশেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৯ মার্চ,২০১৯