‘সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে।
বুধবার(৬ মার্চ) উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান,একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাছুদুল হাছানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৬ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur