Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে : নুরুল আমিন রুহুল
norul

মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে : নুরুল আমিন রুহুল

চাদঁপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সাংসদ নুরুল আমিন রুহুল বলেছেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্বে কঠিন আইন করেছে। তাই মাদকসেবি এবং মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে।মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। তাই এ বিষয়ে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে আমি মনে করি।’

শনিবার বিকেলে উপজেলার নাউরীয়া আহম্মীদিয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ব্যাতীত কোন জাতীই উন্নতি লাভ করতে পাড়েনা। তবে এখন আর গতানুগতিক শিক্ষায় কোন কাজ হবেনা। এখন প্রয়োজন মানম্মত শিক্ষা ও যুগপোযোগী শিক্ষা। আর মানসম্মত শিক্ষার মাধ্যমেই আলোকিত মানুষ গড়তে হবে। তাই আসুন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগীতা করি। দল মত নির্বিশেষে মতলবকে উন্নয়নের চরম শিখরে পৌছে দেয়া হবে।

গন সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম। চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন সিরাজ এবং মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি ও নাউরী আহম্মদয়িা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান জহিরের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন,মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস,সহ- সভাপতি শহীদ উল্যাহ প্রধান,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জনতা ব্যাংক ব্যবস্থপনা পরিচালক মনিরুজ্জামান, জিয়া উদ্দিন মোল্লা, সাবেক উপ-পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগ নেত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড.জেসমিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক সাহাবুদ্দিন প্রধান, জিয়া উদ্দিন, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ হরে কৃষ্ণ, নাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের প্রমুখ।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আ.ন.ম গোলাম জিলানী, কেন্দ্রিয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মুক্তার, আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহসিন মিয়া মানিক, অ্যাড.সুমন, ছেংগারচর পৌর আ’লীগ নেতা আল-মাহমুদ টিটু মোল্লা, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল তপাদার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার, ছেংগারচর পৌর কাউন্সিলর আঃ মান্নান বেপারী, শাহাদাৎ হোসেন খোকন ঢালী, জহিরুল হক ঢালী, সাবেক কমিশনার মোঃ শাহনূর বেপারী,জেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য অ্যাড.মনজুর মোর্শেদ সুইট, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলাম মিজান, যুগ্ম আহবায়ক অ্যাড.সেলিম মিয়া,রাকিব হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, পৌর যুবলীগ নেতা মোঃ ওমর খান, শাহাদাত হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরী নূর বেপারী, প্রমুখ।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
১৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply