চাঁদপুরের ৭ উপজেলা পরিষদ নির্বাচনের ৩ টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকা মনোনিত প্রার্থীরা। এছাড়াও বিনাভোটে নির্বাচিত প্রার্থীদের তালিকায় নাম লিখাতে যাচ্ছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থীও।
৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন উল্লেখিত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিরাসহ চাঁদপুরের ৭টি উপজেলার ২২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
এতে করে ওই চার উপজেলাতে জনগণকে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন করার সুযোগ থাকছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (আওয়ামী লীগ মনোনিত প্রার্থী) এএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ মনোনিত প্রার্থী) এমএ কুদ্দুছ, হাজীগঞ্জ উপজেলায় (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) গাজী মাইনুদ্দিন।
এছাড়াও এই উপজেলায় ভাইস চেয়ারম্যন পদে গোলাম ফারুক মুরাদ বাদে বাকি যে তিন প্রার্থী ছিলেন তারা সবাই নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে ভাইস চেয়ারম্যন পদে গোলাম ফারুক মুরাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় ও জেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানা যায়, আগামি ২৪ মার্চ তৃতীয় দফায় চাঁদপুরের সাত উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলাগুলো হলো, চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া। এর মধ্যে হাইমচর উপজেলা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। ৮মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৭ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur