Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির খানের মনোনয়ন বৈধ ঘোষণা
Jakir

ফরিদগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির খানের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চাঁদপুরের ৭ টি উপজেলার যাচাই বাচাই অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি।ঐ দিন ফরিদগঞ্জের ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জাকির হোসের মনোয়ন পত্র প্রস্তাবকারী নামের ভুলে বাতিল হয়ে যায়।

পরবর্তীতে আপিল করলেে আজ শুনানির দিন পুনরায় যাছাই বাছাই বৈধ ঘোষণার ফলে জাকির খান বাবু ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আর কোন বাধাঁ নেই।

জাকির খান বাবু’র কর্মী সমর্থকরা চাঁদপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অপেক্ষমান থেকে রায় পেয়ে সন্তুষ্ট প্রকাশ করতে দেখা যায়।

জাকির খান বাবু ফরিদগঞ্জের সুবিদপুর পৃর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন খানের সন্তান। তিনি ১৯৯৪-২০০২ পর্যন্ত উক্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর ২০১৪ সাল থেকে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সন্মানিত সদস্য হিসাবে দায়িত্বে রয়েছেন।

গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় ছিলেন। কয়েক বছর ধরে ফরিদগঞ্জের সকল ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের চাওয়ার প্রতিফলন হিসাবে তিনি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

ইতোমধ্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম রোমানের সাথে থেকে নৌকার বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন। সেই সাথে আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করে নিজের বিজয় সুনিশ্চিত হবে বলে আশা করেন।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
৪ মার্চ ২০১৯