Home / চাঁদপুর / চাঁদপুরে নৃত্যাঙ্গ‌নের বর্ষবিদায় ও বর্ষবরণ
nittangon-chandpur

চাঁদপুরে নৃত্যাঙ্গ‌নের বর্ষবিদায় ও বর্ষবরণ

চৈত্রের শেষ বিকেলে চাঁদপুরের নৃত্য সংঠগ নৃত্যাঙ্গ‌নের আয়োজ‌নে বর্ষবিদায় ও বর্ষবরণে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১৩ এ‌প্রিল শ‌নিবার সন্ধ্যায় এ সভায় সংগঠ‌নের শিশু কি‌শোরা ম‌নোমুগ্ধকর নৃত্য প‌রি‌বেশন ক‌রে।

সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে রা‌খেন জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ।

তিনি বলেন, চৈত্র সংক্রান্তি আজকের দিনটির পর নতুন বছরের আগমন ঘটবে। নতুন বছর বরন আমাদের বাঙ্গালী সংস্কৃতির বড়র উৎসব। আমরা যে যে ধর্মের হইনা কেন আমাদের জন্য বর্ষ বরন সকলকে জাতি ধর্মের বিভেদ ভুলে একত্রে উৎসবটি পালন করি।

মেয়র বলেন, বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে হবে। বর্তমান সরকার বৈশাখী উৎসব ভাতা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় উৎসবকে সকলের মাঝে তুলে ধরতে এ ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন।

সংগঠ‌নের সভাপ‌তি প্রফসর রন‌জিত কুমার ব‌নি‌কের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওযারী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা স্কাউটের কমিশনার অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক এ্যাড. নজিৎরায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন সরকারের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের অধ্যক্ষ রুমা সরকার, সহ সভাপতি এডভোকেট হেলাল হোসেন, নৃত্য বিভাগের বিভাগীয় প্রধান সাথী মজুমদার ও চিত্রাংকন বিভাগের প্রধান ঝন্টু দে, কন্ঠ শিল্পী মৃনাল সরকার, সৈকত মজুমদার সীজার, সুইটি মজুমদার।

নৃত্য ও গান পরিবেশন করে গীতি সানন্তা অথৈ,লগ্ন, রুপন্তি, মিমি, অথৈ, মাইশা, তামান্না, অঙ্কিতা, রাত্রি, নিলীমা, প্রীতি, নিপা, প্রেমা, নিটন, সুকন্যা, রাজনন্দিনী, পারমিতা, অংকিতা (২), নিধা, প্রান্তিকা, রিয়া, সায়তা, মিতু, রিয়া, মেধা, তম, মুগ্ধ, দীপ, রাফা, তাসনিয়া, উস্সিয়া, দ্বিপান্নিতা, সারা।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৪ এপ্রিল, ২০১৯