Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘ফরিদগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে’
Shafiqur Rahman
ফাইল ছবি

‘ফরিদগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে’

ফরিদগঞ্জে নির্বাচনী জনসভায় চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে নমিনেশন দিয়েছেন, কারণ তিনি কোন একটি বিশেষ কাজ আমাকে দিয়ে করাতে চাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চান। ফরিদগঞ্জের সাধারণ মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার ১০ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের গোয়ালভাওর বাজারে জিএফসি একাডেমী মাঠে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে উক্ত জনসভার আয়োজন করা হয়।

সাংবাদিক শফিকুর রহমান বলেন, ‘আমাদের কারো দুর্বলতার কারেণ যদি নৌকার একটি ভোটও নষ্ট হয়, সেটি হবে দুঃখজনক, আত্মঘাতি। আগে মানুষ না খেয়ে থাকতো, শীতে কষ্ট পেতো এখন আর মানুষ শীতে কষ্ট পায় না, না খেয়ে থাকে না। মন্দা, দুর্ভিক্ষ শব্দগুলো ডিকশেনারীতে চলে গেছে। এগুলো আমাদের যাপিত জীবনে আর নেই। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।’

সাংবাদিক শফিকুর রহমান তাঁর শিক্ষা জীবন সর্ম্পকে বলেন, ‘আমি ঢাকা বিশ^বিদ্যালয়ে বি এ অর্নাসে ভর্তি হয়ে শেখ হাসিনাকে সহপাঠি হিসাবে পেয়েছিলাম। সেদিন আমার সহপাঠি আরো ছিলেন কবি নির্মলেন্দ গুণ, নূহ আলম লেলিন, সেলিম আলদীন সহ আরো অনেক বিখ্যাত ব্যক্তি। এখন যারা বিশিষ্টজন তাদের অনেকের সাথে লেখাপড়া করার সৌভাগ্য আমার হয়েছে।’

নৌকার প্রার্থী শফিকুর রহমান আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাদামাঠা জীবন-যাপন করতেন। সাধারণ পাবনার তাঁতের শাড়ী পড়ে বিশ^বিদ্যালয়ে আসতেন তিনি। শেখ হাসিনা এখনো সাদামাঠা জীবন যাপন করেন। পশ্চিমা মিডিয়া শেখ হাসিনাকে মানবতার জননী উপাধি দিয়েছেন। তাকে সমস্ত পৃথিবীর নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অনুসরণ করে। আমি জনগনের প্রতি উদ্ধাত্ব আহ্বান জানাচ্ছি দেশও উন্নয়নের কথা ভেবে ৪র্থবারের মত শেখ হাসিনাকে ভোট নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন।’

জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. হারুন-অর রশিদ সাগরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. নূরজাহান বেগম মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটার, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিশিষ্ট আ’লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, জেলা পরিষদের সদস্য রফিক তালুকদার, মশিউর রহমান মিটু, আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ, যুবমহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য নাছিমা লোকমান।

ইউনিয়ন আ’লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন

এদিকে উপজেলার ১২নং ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত আব্দুল হাই-এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচলানায় চৌমুহনী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত পথসভায় সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বক্তব্য রাখেন।

এসময় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া বিরামপুর বাজার, ফিরোজপুর বাজার, আলোনিয়া বাজারে পথসভায় তিনি বক্তব্য রাখেন। প্রতিটি সভায় নেতা-কর্মী ও সমর্থকরা সাংবাদিক শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ ও করতালির মাধ্যমে অভিবাধন জানায়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২৫ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply