Home / সারাদেশ / দীর্ঘ ৬৫ ঘণ্টা পর ঢাকা থেকে কলকাতায় পৌঁছলো এমভি মধুমতি -ভিডিও
MV-Madhumoti

দীর্ঘ ৬৫ ঘণ্টা পর ঢাকা থেকে কলকাতায় পৌঁছলো এমভি মধুমতি -ভিডিও

বাংলাদেশ থেকে ছাড়ার পর ৬৫ ঘণ্টা বিভিন্ন নদীতে চলমান থেকে ৬৯ যাত্রী ও ৫৮ জন ক্রু মিলে ১২৭ জনের প্রথম যাত্রা নিয়ে কলকাতা পৌঁছেছে এমভি মধুমতি।

ঢাকা থেকে ছাড়ার প্রায় ৬৫ ঘণ্টা পর সোমবার (১ এপ্রিল) দুপুর ১ টার দিকে এমভি মধুমতি কলকাতায় পৌঁছে।

দীর্ঘ ৭০ বছর পর গেলো ২৯ মার্চ রাত ৮টায় বাংলাদেশের নারায়ণগঞ্জের পাগলা ঘাট মেরি এন্ডারসন থেকে থেকে এম ভি মধুমতি কলকাতার দিকে যাত্রা শুরু করে।

সেখানে পৌঁছানোর পর জাহাজের যাত্রীদের ইমিগ্রেশনের মাধ্যমে শেষ হয় ঢাকা কলকাতা জাহাজের প্রথম যাত্রা।

এর আগে সোমবার (০১ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জাহাজ পৌঁছানোর পর বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব যাত্রী ও ক্রুদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

যাত্রী ও কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম যাত্রা হওয়ায় কিছুটা ত্রুটি থাকলেও পরবর্তীতে এসব শোধরানো হবে বলে তারা আশা করেন।

একই সময়ে কলকাতা থেকে মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা নামের একটি ক্রুজ শিপ নারায়ণগঞ্জের মেরি এন্ডারসনের উদ্দেশে রওনা করছে। জাহাজ দুটি চাঁদপুর, বরিশাল, বাগেরহাটের মোংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা ও ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতায় যাবে এবং নারায়ণগঞ্জে আসবে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর হয়ে বাগেরহাটের মোংলায় কিছু সময়ের জন্য থামবে এই জাহাজ। এরপর বাগেরহাট থেকে সুন্দরবনের ভেতরে ঢুকবে। সুন্দরবন ঘুরে খুলনার কয়রার আন্টিহারার দিকে যায় এমভি মধুমতি।

সেখানে যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আন্টিহারা হয়ে সাতক্ষীরার শ্যামনগর দিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ায় যায় এবং হলদিয়া থেকে সরাসরি কলকাতা পৌঁছায়।

সোমবার কলকাতায় অবস্থান করে আগামিকাল মঙ্গলবার (২ এপ্রিল) পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবে এমভি মধুমতি।

এমভি মধুমতিতে ঢাকা থেকে কলকাতায় যাওয়ার কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুই জন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (জনপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুই জন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (জনপ্রতি) ২ হাজার টাকা ও সুলভ শ্রেণি বা ডেক (জনপ্রতি) ১৫০০ টাকা। জাহাজের ক্যাফেটেরিয়ায় সকালের নাশতা, মধ্যাহ্নভোজ, বিকালের নাশতা ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে।

গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এ চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।

এমভি মধুমতি চালুর ফলে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী সংযুক্ত হলো।

সময় টিভির সৌজন্যে ভিডিওতে দেখুন –

বার্তা কক্ষ
১ এপ্রিল, ২০১৯