Home / সারাদেশ / ভোটগ্রহণ শেষে ফেরার পথে মেঘনায় ট্রলারডুবি : নারী আনসারের লাশ উদ্ধার
traller dubi
ফাইল ছবি

ভোটগ্রহণ শেষে ফেরার পথে মেঘনায় ট্রলারডুবি : নারী আনসারের লাশ উদ্ধার

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচনী সরাঞ্জামসহ মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এ ঘটনায় এখনো নিখোঁজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার চরহোগলা এলাকায় মেঘনা নদীতে আনসার সদস্য রিতা আক্তারের লাশ ভেসে ওঠে। নিহত রিতা আক্তার (৪৪) নরসিংদী জেলার মনোহরদি উপজেলার বড়চাপা গ্রামের আবুল হানিফের মেয়ে। তিনি সোনারগাঁ বরপা চেঙ্গাইন এলাকায় বসবাস করতেন।

রোববার (৩১ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনে চরহোগলা প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ শেষে ট্রলারযোগে ফিরছিলেন প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ২০ জনের দল। এ সময় তারা মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে।

পরে ১৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সোনারগাঁয়ের মেঘনা ঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন, পুলিশের প্রশিক্ষণরত উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ হন।

রিতার লাশ পাওয়া গেলেও বাকি দুজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। আজ বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বার্তা কক্ষ
১ এপ্রিল, ২০১৯