Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মীদের সম্মানে শফিকুর রহমান এমপির ইফতার
mp-shafiqur-iftar

ফরিদগঞ্জে দলীয় নেতাকর্মীদের সম্মানে শফিকুর রহমান এমপির ইফতার

প্রতি বছরের ন্যায় এবারো চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমানের নিজস্ব অর্থায়ানে নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুন) তাঁর জন্মস্থান বাড়ি ফরিদগঞ্জের ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দীন ভুইয়া, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদের সভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মেদ মজুমদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ, দৈনিক সময় সংবাদের নির্বাহী সম্পাদক আবু সুফিয়ান শাহিন, ছাত্রলীগের সাবেক নেতা হেলাল উদ্দীন উপজেলার সকল অঞ্চলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও দলীয় সমর্থক ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন চান্দ্রার দরবার শরীফের পীর আলহাজ্ব মাও. হুজ্জাতুল্লা নকশেবন্দী। ইফতার ও দোয়া অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছে এমপি নিজস্ব অর্থায়ানে দুই গরু জবাইয়ের মাধ্যমে প্রায় ৬ সহস্রাধিক মানুষের ইফতার করানো হয়।

প্রতিবেদক- শিমুল হাছান
২ জুন ২০১৯