চাঁদপুর মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আল আজাদ প্রমুখ।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur