Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সকল প্রতিশ্রুতি বাস্তবায়নই আমার লক্ষ্য : নুরুল আমিন রুহুল
norul amin

সকল প্রতিশ্রুতি বাস্তবায়নই আমার লক্ষ্য : নুরুল আমিন রুহুল

চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সাংসদ এ্যাড.নুরুল আমিন রুহুল বলেছেন, নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়েজিত কচি কাঁচা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নব-নির্বাচিত সাংসদ বলেন, প্রকৃত রাজনীতিবীদরা রাজনীতি করে মানুষের সেবা করার জন্যে। যারা নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে রাজনীতি করে তাদেরকে মহান আল্লাহ তায়ালা শান্তিতে রাখেনা, রাখতে পারেনা। আপনারা আমাকে ভোট দিয়ে যে আসনে বসিয়েছেন সে পবিত্র দায়িত্ব যেন আমি সঠিক মত আপনাদের সেবা করে পালন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা চাই।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘অতীতে যারা রাজনীতি করতে গিয়ে মিথ্যা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদেরই। কেউ যদি অতীতের মতো সেই কাজটি করেন এতে আপনারই ক্ষতিগ্রস্থ হবেন। কেউ আমার নাম দিয়ে কোন অপরাধ কর্মকান্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। কারো কোন সমস্যা থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক বিন জামান।

এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিপু, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল এমরান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি আতাউর রহমান, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন মৃধা, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা সেচ্ছা সেবকলীগের আহবায়ক এ্যাড. শাহ আলম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মবিন সুজন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ হেলাল উদ্দিন ও গীতা পাঠ করেন সাংবাদিক নিমাই ঘোষ।

আলোচনা সভার পূর্বে কচি কাঁচা প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১০ জানুয়ারি,২০১৯

Leave a Reply