Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দু’প্রতিষ্ঠানরে ভবন নির্মাণ কাজ উদ্বোধনে মহিউদ্দিন খান আলমগীর
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

কচুয়ায় দু’প্রতিষ্ঠানরে ভবন নির্মাণ কাজ উদ্বোধনে মহিউদ্দিন খান আলমগীর

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৯ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক দু’টি নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) পৃথক দু’অনুষ্ঠানে তিনি এসব উদ্বোধন করেন ও আলাদা দুটি অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় রাখতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলেই দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার দাবী করে তিনি আরো বলেন, আমি আপনাদেরই বন্ধু হিসেবে বিগত দিনে একজন প্রতিনিধি কচুয়ার প্রতিটি অঞ্চলের উন্নয়ন করেছি। আমার জানামতে কোন এমপিও ভুক্ত ব্যতিত মাদ্রাসায় সরকার উন্নয়ন করেনি। আমি এ মাদ্রাসাকে উন্নয়নের আওতায় এনে অচিরেই মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করণের জোর চেষ্টা করে যাচ্ছি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ রওনক আরা রতœা, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা শাখার সভাপতি মো. আবুল হাসানাত আজাদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া প্রমুখ।

এসময় বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু

Leave a Reply