Home / তথ্য প্রযুক্তি / এসএমএসে যাচাই করা যাবে আসল মোবাইল ফোন
chada-dhabi-mobile
প্রতীকী ছবি

এসএমএসে যাচাই করা যাবে আসল মোবাইল ফোন

চোরাইপথে মোবাইল ফোন আমদানির কারণে বৈধ আমদানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।ক্ষতির হাত থেকে মোবাইল শিল্প রক্ষায় নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মোবাইল ফোনের ডাটাবেজ (তথ্যভাণ্ডার) উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। ডাক, টেযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বিটিআরসিতে আইএমইএ ডাটাবেজ উদ্বোধন করবেন।এ সময় তিনি একটি শর্টকোর্ডও চালুর ঘোষণা দেয়ার কথা রয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে,শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমে আসল মোবাইল ফোনটি যাচাই করা হবে। এ জন্য মোবাইল ফোনের ডাটাবেজ (তথ্যভাণ্ডার)সংরক্ষণের কাজ চলছে।

নিয়ম অনুযায়ী মোবাইল ফো্ন আমদানির জন্য বিটিআরসি থেকে অনুমোদন ও একটি নমুনাও নিতে হয়। তবে অসাধু ব্যবসায়ীরা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধপথে মোবাইল আমদানি করে থাকেন। তাদের অবৈধ ব্যবসা ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, ২০১৭ সালে ৩ কোটি ৪৬ লাখ হ্যান্ডসেট থাকলেও ২০১৮ সাল শেষে তা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ। এক বছরে কমেছে ১১ লাখ।

২০১৭ সালে মোবাইল গ্রাহক ছিল ১৪ কোটি ৫১ লাখ; এক বছর পর তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ

বিএমপিআইএ এর সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ বলেন, অসাধুভাবে মোবাইল আমদানির কারণে আমার বন্ধের জন্য পরিকল্পনার দাবি জানিয়েছি। এছাড়া তথ্যভাণ্ডার চালুর ফলে গ্রাহকরা জানতে পারবেন মোবাইল ফোনটি আসল না নকল।

বার্তা কক্ষ
২৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply