চাঁদপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশনা অনুসারে ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মোরশেদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনা করেন।
গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলাকালীন অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা মেয়াদোত্তীর্ণ দ্রব্য সংরক্ষণ, গরুর মাংসে রক্ত মিশ্রণ করার জন্য পুরাতন রক্ত ফ্রিজে সংরক্ষণ, মেয়াদকালবিহীন প্যাকেট খাদ্যদ্রব্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে অনুরুপ অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।
এসময় ১৫ কেজি মিষ্টান্ন ও মেয়াদোত্তীর্ণ সস জব্দ করা হয়। পরে খাওয়ার উপযোগী মিষ্টান্ন স্থানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা মার্কেটিং অফিসার নিয়াজ মোঃ রেজাউল করিম ও জেলা পুলিশ সহযোগিতা করেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
১২ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur