Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ভারতে ছবি আঁকায় শাহরাস্তির মিভা প্রথম
Miba-artist

ভারতে ছবি আঁকায় শাহরাস্তির মিভা প্রথম

কলকাতার ‘ডে আর্ট ফটো ফেস্টিভাল’ উপলক্ষে নির্বাচিত তিনটি ছবি আঁকা ‘গ্যালারি গুডে’ ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত মিভার চিত্রকর্ম প্রদর্শিত হয়। এ চিত্রকর্মে প্রথম স্থান অর্জন করায় তাকে পুরুস্কৃত করা হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সন্তান মোহাইমিন সুলতানা মিভা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। তার মাতা শিরিন সুলতানা একজন গৃহিনী ও বাবা মোঃ গোলাম রসূল মিয়াজী পেশায় একজন ব্যবসায়ী।

এছাড়া চিত্রশিল্পী মিভা ২০১৮ সালের আয়োজিত ” ফোর্থ ন্যাশনাল ইংলিশ কার্নিভাল ” এ কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান লাভ করেছে। সে ‘টয়োটা ড্রিম কার ন্যাশনাল আর্ট কনটেস্ট ২০১৭ ‘ – এ বিজয়ী ,বটতলা রংমেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৬ ‘ – এ বিজয়ী , ‘লাইফবয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৪’ – এ বিজয়ী , ‘আন্তঃ সাংস্কৃতিক সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা – ২০১৪ ‘- বাংলা -৩য় ও ইংরেজি ২য় , ‘ব্রিটিশ কাউন্সিল – বুক রিডিং কম্পিটিশন – ২০১৪’ – এ তৃতীয় ,’ব্রিটিশ কাউন্সিল – বুক রিডিং কম্পিটিশন – ২০১৫’ – এ প্রথম। সে টেলিভিশিনে এ গান করে। সে অন্যান্য দিক ছাড়াও পড়াশোনাও সমান পারদর্শী।

২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মিভার শখ বই পড়া , গান করা , ছবি আঁকা। এবং বড় হয়ে মিভা প্রকৌশলী হতে চায়।

প্রেস বিজ্ঞপ্তি
২৫ নভেম্বর, ২০১৮

Leave a Reply