Home / চাঁদপুর / শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয় : শিক্ষার্থীদেরকে মেয়র নাসির
Meyor

শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয় : শিক্ষার্থীদেরকে মেয়র নাসির

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। খেলাধুলা ও পড়ালেখা হচ্ছে একে অপরের পরিপূরক। খেলাধুলা করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে, তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

শনিবার(৯ মার্চ) সকালে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই বিদ্যালয়টি হচ্ছে চাঁদপুরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তাই এ বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা দূর করার জন্য আমরা ড্রেনের ব্যবস্থা করেছি। প্রয়োজনে যদি আরো কিছু সংসার করতে আমরা সেটিও করব।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে ছিলেন একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। তার নেতৃত্তের কারণে আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষা খাতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রতি বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এদেশে যখন শতভাগ শিক্ষা প্রতিষ্ঠিত হবে তখনই বঙ্গবন্ধুর উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নুরুজ্জামান কাজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাব উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, ম্যানেজিং কমিটির সদস্য হাসান ইমাম বাদশা, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলামহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
৯ মার্চ,২০১৯