চাঁদপুর শহরের পুরাণবাজার মার্চ্চেন্টস একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ মার্চ) সকাল ১০টায় বিদ্যায় প্রাঙ্গণে উৎসবমূখর এবং আনন্দঘন পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর চেম্বাব অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেম্বাব অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী মাঝি।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা শতাব্দী আচার্যী।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, শরীর ও মন ভালো রাখতে প্রতিটা শিশুদের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাদুলার সুযোগ দিতে হবে। তবে এর পাশাপাশি লেখাপড়ার মান ভালো করতে হবে। তাই শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে এ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।
তিনি আরও বলেন, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি মায়েদের দায়িত্ব রয়েছে। তাই মায়েদের প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন। তারা লেখাপড়ার প্রতি অমনযোগী না হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদ বেপারির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফরিদ আহমেদ বেপারী, সেলিম মিজি, রেজওয়ানুর রহমান রিজু, মানিক লাল ঘোষ, স্বপন কুমার দাস, সহকারি প্রধান শিক্ষক উমা দত্ত, সহকারি শিক্ষক কার্তিক চন্দ্র, রঞ্জন সাহা, মাহাবুব গাজী, জান্নাতুল ফেরদৌসী, সোমা আইসসহ সকল শিক্ষক, অভিভাগবক ও স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur