Home / চাঁদপুর / চাঁদপুরে দু’মন্ত্রীকে কাছে পেয়ে যা জানতে চাইলো মেঘনার ইলিশ জেলে
jale ask dipu moni

চাঁদপুরে দু’মন্ত্রীকে কাছে পেয়ে যা জানতে চাইলো মেঘনার ইলিশ জেলে

‘কারেন্ট জাল হইলো এই দেশের নদীর মাছ ধ্বংসের মূল অধিনায়ক। এই জাল দিয়া মা ইলিশ আর পোনা ইলিশ শেষ কইরা দিতাছে। প্রশাসন জেলেগে কাছথিকা প্রতিদিন লাখ লাখ টাকার কারেন্ট জাল ধইরা আগুনে পোড়ায়। অথচ যেখানে জাল বানায় সেখানে অভিযান নাই। ‘আমি জানতে চাই মাননীয় মন্ত্রী-এইদেশে কারেন্ট জালের কারখানা বন্ধ হইবে কি না’।

মঞ্চে উপস্থিত শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি ও মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপিকে উদ্দেশ্য করে এভাবেই অভিশপ্ত কারেন্ট জালের কারাখানা বন্ধে ক্ষোভ প্রকাশ করলেন মেঘনা নদীর ইলিশ জেলে ইউছুফ মিজি।

শনিবার(২৩ মার্চ) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমে প্রভাব, মজুদ নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচননা অনুষ্ঠানে উন্মুক্ত বক্তিতা পর্বে এই কথাগুলো বলেন তিনি। এসময় মিলনায়তে উপস্থিত প্রায় ৩ শতাধিক জেলে, জেলে নেতা, সাংবাদিক ও সুধিজন তাকে সাধুবাদ জানান।

মেঘনার জেলে ইউছুফ মিজি আরও বলেন, আমরা সাধারণ জেলে। নদী, নৌকা, জাল আমাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। নদীতে মাছ ধইরা আমরা জীবন চালাই। এই কারেন্ট জাল আমাগো জন্যে অভিশাপ। তাই ইলিশ মাছ রক্ষায় সবার আগে কারেন্ট জালের কারখানা বন্ধ করা হোক।

তার দাবির অপেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, ক্ষতিকর এই কারেন্ট জাল উৎপাদন বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপশি জেলে ভাইদের প্রতি অনুরোধ আপনারাও এই জাল ব্যবহার করবেন না। আপনারা এটি ব্যবহার না করলেও এটি উৎপাদন বন্ধ হয়ে যাবে।

এসময় মৎস্য পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, নৌ পুলিশের এসপি জামসের আলী।

প্রতিবেদক:আশিক বিন রহিম
২৩ মার্চ,২০১৯