চাঁদপুর মতলব দক্ষিণ থানার আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনমতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. এস ইকবাল।
থানার ইন্সপেক্টর তদন্ত মো. ইব্রাহিম খলিলের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রভাষক জি. এম হাবিব খান, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, মতলবগঞ্জ জে.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. বিল্লাল ফরাজী, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, মতলব প্রেসক্লাবেব সহ-সভাপতি
রোকনুজ্জামান রোকন প্রমুখ। অনুষ্ঠানে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানানো হয়। এব্যাপারে পুলিশকে সার্বিক সহযোগিতা করারও অনুরোধ জানান।
প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক
১৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur