Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
techer...

ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

চাঁদপুর ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসণে ১১তম গ্রেড বাস্তাবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ফরিদগঞ্জ শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব আলম পাঠান ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন তারা।

ফরিদগঞ্জের ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক সহকারি শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতনগ্রেড বৈষম্য নিরসণের ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১ তম গ্রেডে বেতন প্রদানের দাবি বাস্তাবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মানর্নীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের,সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, শিক্ষক মোশারফ হোসেন মীর, বিল্লাল হোসেন, নূর হোসেন প্রমুখ।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১৪ মার্চ,২০১৯