Home / চাঁদপুর / দু’প্রতিবন্ধীর বিয়ে দিলো সামাজিক সংগঠন মানবিকতায় চাঁদপুর
Marrige

দু’প্রতিবন্ধীর বিয়ে দিলো সামাজিক সংগঠন মানবিকতায় চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার রামদাসদীতে মানবিকতায় চাঁদপুর সংগঠন ও স্থানীয়দের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী শাহিন ও তানজিলার বিবাহ সম্পন্ন হয়েছে। গতকাল লক্ষীপুর মডেল ইউনিয়নের রামদাসদী এলাকায় কার্ড ছাপিয়ে অতিথিদের নিমন্ত্রণ জানিয়ে দুই শারীরিক প্রতিবন্ধীর বিবাহ সম্পন্ন হয়েছে।

এ বিয়ে সামাজিক সংগঠন মানবিকতায় চাঁদপুর সংগঠন ও স্থানীয়দের সহযোগীতায় যৌতুক বিহীন ৫০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ কাজ সম্পূর্ন করেন।

স্থানীয়রা বলেন, দুই শারীরিক প্রতিবন্ধীর একই দিন সন্ধায় গাঁয়ে হলুদ দেয়া হয়। সেই সঙ্গে বরযাত্রী ও অতিথিদের খাওয়া-দাওয়ার সব প্রস্তুতি শেষ হয়। বুধবার রাতে গায়ে হলুদ এবং বৃহস্পতিবার বিয়ে হয়। আলোচিত এই বিয়েতে প্রায় ৫০ জন বর যাত্রী অংশ নেন।

সামাজিক সংগঠন মানবিকতায় চাঁদপুর সংগঠনের নেতৃবৃন্দ বলেন,একটি মেয়ের বিয়েতে পরিবারের সদস্যরা যেরকমভাবে থাকে ঠিক একইভাবে পাশে ছিলাম আমরা। দুই জনকে আনন্দ উদ্দিপনায় মধ্য বিয়ে দিয়েছি।

এটি আমাদের জন্য অনেক খুশির বিষয়। এটা আমাদের সংগঠনের প্রথম কাজ। কাজটি সম্পন্ন করে নিজেদের কে সফল মনে করছি।

এসময় উপস্থিত ছিলেন মানবিকতায় চাঁদপুর সংগঠনের যুগ্ম আহবায়িকা তপতী কর, সদস্য সচিব সাংবাদিক শাওন পাটওয়ারী,সদস্য সাংবাদিক এম এম কামাল,রমজান মিজি,কাঞ্চন লস্কর,হাসান বেপারী,রাজেশ,তারেক মিজি,রবিউল,শান্ত হাওলাদার, রাজিব,সৌরভ,রাকিব,সাদিয়া, রাকিব (জুনিয়র) প্রমুখ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট
২ মে ২০১৯