Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে স্বামী-সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে পাড়ি
porkia

হাজীগঞ্জে স্বামী-সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে পাড়ি

চাঁদপুর হাজীগঞ্জে এক গৃহবধু স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে পাড়ি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে স্বামী ফারুক হোসেন বাদী হয়ে গত ২৪ এপ্রিল হাজীগঞ্জ থানায় নিখোঁজ সংবাদের ডায়রী করেন, যার জিডি নং ১২৯০।

সাধারন ডায়রী ও পারিবারিক সৃত্রে জানা যায়, উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা পাটওয়ারী বাড়ীর ওহিদের ছেলে মো. ফারুক হোসেন গত ৬ বছর পূর্বে একই ইউনিয়নের সেন্দ্রা ভাটের বাড়ীর তাজুল ইসলামের মেয়ে সুমি আক্তারকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভালোবাসার ঘরে এক বছর পর আলোকিত করে জন্ম নেয় পুত্র সন্তান। সুখে শান্তিতে কেটে যাচ্ছে প্রায় ৬ টি বছর।

গত ২৭ এপ্রিল শনিবার(২৭ এপ্রিল) সকালে বাপের বাড়ী থেকে পরকীয়া প্রেমিকের কথা মতে স্বামী রাজমেস্ত্রী ফারুক হোসেন ও ৪ বৎসরের ছেলে সিয়ামকে রেখে অচেনা পথে পাড়ি জমান। এর পর প্রেমিকের মোবাইল থেকে একবারেই কথা হয়েছে যে আমরা ভালো আছি, কোন চিন্তা করবেন না। এর পর থেকে প্রেমিকের মোবাইলে যোগাযোগ করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

জিডিতে বর্ণনা অনুযায়ী সুমি বেগম (২৩) এর গায়ের রং ফর্সা, উর্চ্চতা ৫ ফুট দুই ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, চুলের বর্ণ কালোসহ ইত্যাদি।

এ বিষয়ে স্বামী ফারুক ও বোন রেখা বেগম বলেন, সে চলে গেছে কিন্তু আমাদেরকে বিভিন্ন এনজিও থেকে প্রায় আড়াই লক্ষ টাকার তলে রেখে গেছে। কৌশলে বিভিন্ন এনজিও থেকে স্ববশেষ ২ লাখ টাকা উঠিয়ে পালিয়েছে। তার পরেও আমরা চাই সন্তানের দিকে তাকিয়ে সে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৮ এপ্রিল ২০১৯