চাঁদপুরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রী ফারহানা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার(১ এপ্রিল) রাতে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় লুৎফর রহমান লুতু ছৈয়াল বাড়ির মিজানুর রহমান মিজান ছৈয়ালের ঘরে।
চাঁদপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে সোমবার রাতেই লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফারহানার মা সাজেদা বেগম জানান, ‘তাঁর মেয়ে চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর পড়াশুনা করতো। রাতে আমার মেয়ে (ফারাহানা) পড়া শেষ করে আমার কাছে একটি নতুন বোরকা কিনে দেওয়ার বায়না করে। আমি বোরকা কিনার টাকা নেই বলে জানাই। এ ঘটনায় আমার সাথে অভিমান করে ফারহানা নিজের ঘরে ডুকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।’
চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন বলেন, সোমবার মাঝরাতে আমাদের কাছে খবর আসে ফারহানা নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা রাতেই লাশ ময়না দদন্তের জন্য থানায় নিয়ে আসি।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur