‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগান নিয়ে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জেলা পুলিশ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অগস্ট) বিবেলে পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে শহরের বাসস্টেশন সড়ক এবং মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই লিফলেট বিতরণ করা হয়।
এতে ডেঙ্গু ভয়ঙ্কর নয়, এটি একটি ভাইরাস জনিত জ্বর তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এডিস মশার বৈশিষ্ট্য, চলাফেরার সময়, রোগের লক্ষণ এবং করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের করনীয় সম্পর্কে নানা তথ্য উপস্থাপন সম্বলিত বিভিন্ন লেখা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন, ওসি (তদন্ত) মো. হারুনুর রশীদ, ওসি (ইন্টেলিজেন্ট) আব্দুর রব, চাঁদপুরে জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধরন সম্পাদক অধ্যাপক মোঃ ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিং এর শেখ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি রোট. মো. জামাল হোসেন, সদস্য গাজী আব্দুল গণি প্রমুখ।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ৮ আগস্ট ২০১৯