Home / চাঁদপুর / ল’-এশিয়া কনফারেন্স চাঁদপুরের কৃতি সন্তান এ্যাড. আব্বাস উদ্দিনের যোগদান
LAWASIA-Conference-2019

ল’-এশিয়া কনফারেন্স চাঁদপুরের কৃতি সন্তান এ্যাড. আব্বাস উদ্দিনের যোগদান

‘বৈশ্বিক পরিবেশ দূষন ও প্রতিকার, সমাজ-রাষ্ট্রের সর্ববিধ প্রচলত আইন বিষয়ে’- তিনদিন ব্যাপি ৩২তম ল’-এশিয়া কনফারেন্সে যোগদান করতে হংকং গিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।

৪ নভেম্বর সোমাবার বিকেলে ড্রাগন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হংকং-এর জা মেরিয়েট হোটেলে অনুষ্ঠিত হবে এ কনফারেন্স।

কনফারেন্সে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন। প্রতিনিধি দলে তাঁর সফর সঙ্গী অন্য সদস্যরা হচ্ছেন সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট সুলতানা নাসরিন, সুপ্রিম কোর্টের আইনজীবি এএসএম শরীফ নেওয়াজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবি মারজিনা রায়হান মদিনা।

এ্যাডভোকেট আব্বাস উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের দু’বারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
এছাড়া তিনি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে এ্যাডভোকেট আব্বাস উদ্দিন ঢাকাস্থ বৃহত্তর কমিল্লা কর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ, ৪ নভেম্বর ২০১৯