চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে শুক্রবার (২৪ মে) মধ্যরাতে সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মূর্তিটি উদ্ধার করেন। র
কচুয়া পৌরসভার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহ ফকিরের কাছে ওই কষ্টি পাথরের মূর্তি রক্ষিত ছিল।
শুক্রবার বিকেলে পৌরসভার করইশ গ্রামের একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার জন্য বাঁশের খুঁটি বসাতে গিয়ে এই মূর্তিটির সন্ধান পায় ওয়ালী উল্যাহ, ওসমান ও আমির হোসেন।
ওয়ালী উল্যাহ ফকির বলেন, বাড়ির পাশে একটি পুকুরে নিচে শক্ত কোন বস্তুর আঘাতের টের পেয়ে সেখানেই দুই ফুট গর্ত করে ওই মূর্তি উদ্ধার করেছি। রাতেই কচুয়া থানা পুলিশকে খবরটি জানানো হয়।
শনিবার (২৫ মে) দুপুরে সহকারী পুলিশ সুপার শেখ রাসেল ও কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্যাহ প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮২ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি ৩৮ ইঞ্চি দৈর্ঘ্য, ১৯ ইঞ্চি প্রস্থ। মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur