চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১১নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তমু মিজি বাড়ির ভারসাম্যহীন কিশোরী (১৫) কে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
প্রতিবন্ধী কিশোরী ওই এলাকার বশির আহমেদ ও মানছুরা বেগমের মেয়ে। ধর্ষণে ঘটনায় মা মানছুরা বেগম ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় অভিযুক্ত জসিম ঢালী ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। পশ্চিম আলোনিয়া এলাকার বছির উল্যার নির্যাতিতা মেয়েটি মানসিক ভারসাম্যহীন।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের তমু মিজি বাড়ির বশির আহমেদের মানসিক ভারসাম্যহীন কিশোরী গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরী বাড়ি থেকে বের হলে একা পেয়ে জনপ্রতিনিধির ভাতিজা জসীম ঢালী ও তার দুই সহযোগী হানু বেপারী ও ওসমান বেপারীসহ জোরপূর্বক বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন।
প্রতিবন্ধী কিশোরীর মা মানছুরা বেগম বলেন, আমার প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির ভাতিজা জসীম ঢালী ও তার সহযোগীরা জোর পূর্বক বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে।
প্রতিবন্ধী কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করেছে স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির ভাতিজা। তারা আমার প্রতিবন্ধী মেয়েকে রাতের আধারে ধর্ষণ করে। আমি আমার মেয়ে ধর্ষণের বিচার চাই এবং আমাদের পরিবারের নিরাপত্তা চাই।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, প্রতিবন্ধী কিশোরীর মা মানছুরা বেগম ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেছেন। তারই আলোকে অভিযুক্ত জসীম ঢালী ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃতরা ধর্ষণের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
এ সংক্রান্ত আগের প্রতিবেদন দেখুন- ফরিদগঞ্জে ভারসাম্যহীন কিশোরী ধর্ষণ না শ্লীলতাহানী প্রশ্নে ধুম্রজাল-ভিডিও
ফরিদগঞ্জ প্রতিনিধি, ২৭ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur