Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
result

ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন সংস্থা কর্তৃক বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার বিকালে স্থানীয় মাতৃছায়া কিন্ডারগার্টেন এর হল রুমে এ ফলাফল প্রকাশ করা হয়। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন এর পরিচালক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি ও খাজুরিয়া মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক এমএ রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন কিন্ডারগার্টেন এর পরিচালক ও শিক্ষকগণ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও মেধা বিকাশে সংস্থার এ কার্যক্রম প্রশংসার দাবীদার। তারা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তাগণ বলেন, শুধু কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করলেই হরে না, ভবিষ্যৎ সুনাগরিক গড়ার লক্ষে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি যতœবান হতে হবে। কিন্ডারগার্টেনের শিক্ষার মান বৃদ্ধিতে আরও সচেষ্ট হওয়ার জন্য বক্তাগণ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

অনুষ্ঠানের সভাপতি এমএ রব, বৃত্তি পরীক্ষা সফলভাবে সমাপ্ত করায়, সংস্থার কর্তৃপক্ষ ও পরীক্ষার সঙ্গে যুক্ত সকল শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাফল্যজনক ফলাফলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সংস্থা কর্তৃক আয়োজিত ২০১৮ বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিলো পাঁচ শত ৭৭ জন। বৃত্তি প্রাপ্ত হন এক শত ৪৫ জন। সম্মিলিত মেধা তালিকায় নির্বাচন করা হয় ২০ জনকে। ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয় ৫১ জনকে। সাধারণ গ্রেড’এ ৭৪ জন বৃত্তি প্রাপ্ত হন।

সংস্থার সাধারণ সম্পাদক, মাতৃছায়া কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক রেজাউল করিম মাসুদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আঃ ছামাদ আজাদ, উপনিয়ন্ত্রক মাঈনুদ্দিন আহম্মদ, গাজী আঃ রশিদ প্রমুখ।

উল্লেখ্য, সংস্থা প্রতিষ্ঠার পর ২০১৪ সাল হতে নিয়মিত বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এতে, শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে অভিভাবকগণ মত প্রকাশ করেন।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১৪ মার্চ,২০১৯