Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন
Sllary skal

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ৯ মার্চ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি (রেজিঃএস-১২০৬৮)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সদর উপজেলা প্রাঙ্গনে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির আহ্বায়ক মো.আবুল কাশেম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য আবুল হাশেম খান, নিগার তাহমিনা, মিলি আক্তার, ফারুক আহমেদ, শিকতুল সুমনা চৈতী, জহিরুল ইসলাম সুমন, ওমর ফারুক আখন্দ, দেলওয়ার হোসেন, আবুল হোসেন, মোস্তফা কামাল চৌধুরী, খবির আহম্মদ, দীপা প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৩ সালে একটি ঘোষণার মাধ্যমে ৩৬,১৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সরকারি কর্মচারির সম্মান ও মর্যাদা। তারই ধারাবাহিকতায় জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে আপনিও ২০১৩সালে ২৬,২০০ এর প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করেছেন।

জাতি গঠনের দায়িত্বে নিয়োজিত প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকদের জীবনমান ও আত্মমর্যাদা বৃদ্ধিকল্পে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা তথা ১৬ কোটি মানুষের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর নিকট এদেশের প্রায় সাড়ে ৩লক্ষ সহকারি শিক্ষকের প্রানের দাবী আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হউক।

আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন ১৪ তম গ্রেডের কর্মচারি হওয়ার কারনে সমাজে সম্মানহানির শিকার হই।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট
১৪ মার্চ,২০১৯