কুমিল্লায় শানু বেগম (৫৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দেলোয়ার নামের এক যুবক। মঙ্গলবার ৫ নভেম্বর ভোরে এ ঘটনাটি ঘটিয়েছে সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে।
নিহত শানু বেগম হাতিগাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে মহিলার স্বামীর বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহতের পাশের বাড়ির দেলোয়ার সোমবার রাতে তার মা ও স্ত্রীকে মারধর করেন। পরে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে অন্যত্র লুকিয়ে থাকে।
ভোরে প্রতিবেশি ফরিদ মিয়ার বাড়িতে গিয়ে ফরিদ মিয়ার স্ত্রী শানু বেগমকে জিজ্ঞাসা করেন তার স্ত্রী কোথায়। শানু বেগম এ বিষয়ে জানে না বলে জানান। এরপর শানু বেগমকে পিছন থেকে দাঁ দিয়ে মাথায় কোপ দিলে সঙ্গে সঙ্গে শানু বেগম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা শানু বেগমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা আসামী দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীর আলম ইমরুল, ৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur