চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে প্রবাসী ও যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় ছোট-বড় মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. জামাল হোসেন জানান।
পুকুর মালিক জামাল হোসেন জানান, বছরখানেক আগে তিনি গ্রামের আলমগীর হোসেন গংদের কাছ থেকে এ পুকুর দু’বছর মেয়াদে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। মঙ্গলবার (২৭ মে) রাতে কে-বা কারা শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে।
জামাল ওই গ্রামের একাধিক পুকুরে মাছ চাষ করার কথা জানিয়ে বলেন, গত বছরও একই গ্রামের মৃত: আব্দুর রবের ছেলে মহিউদ্দিন আমার একটি পুকুরে শত্রুতার জের ধরে বিষ প্রয়াগ করে মাছ নিধন করে তার ব্যাপক ক্ষতি করে।
স্থানীয় ইউপি সদস্য গাজী মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। তবে ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। যারা ঘটনার সাথে জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে কচুয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
এদিকে কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের অধিবাসী যুবলীগ নেতা মো.জামাল হোসেনের পুকুরে বিষ প্রযোগকারী দুষ্কৃতিকারীদের খোঁজে বের করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৯ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur