Home / শীর্ষ সংবাদ / মা*দক থেকে ফিরে আসা কাজী দুলাল এখন হাজীগঞ্জ পৌর কাউন্সিলর
kazi-dulal
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে সাক্ষাত করেন ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল।

মা*দক থেকে ফিরে আসা কাজী দুলাল এখন হাজীগঞ্জ পৌর কাউন্সিলর

কোনো এক মনীষী বলেছেন, ‘পাপকে ঘৃণা কর পাপীকে নয়’। মনীষীর উক্তিটি অক্ষরে অক্ষরে পালন করলেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ৮০১ জন নারী-পুরুষ ভোটার। ওই ওয়ার্ডের ২৪০১ জন ভোটারের মধ্যে প্রার্থী ছিলেন ৪ জন।

মনীষীর ওই উক্তি নিয়ে ধর্মীয় নেতিবাচক যুক্তি আর পক্ষ-বিপক্ষ মত থাকলেও ৮নং ওয়ার্ড উপ-নির্বাচনে ২৪০১ জন ভোটারের মধ্যে ৮০১ জন ভোটার মা*দক ব্যবসা থেকে ফিরে আসা একসময়ের শীর্ষস্থানীয় মা*দক ব্যবসায়ী কাজী দুলালকে ভোট প্রদান করেছেন।

ভোটের হিসাব-নিকাশে জানা যায়, দুলাল ডালিম প্রতীক নিয়ে ৮০১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মুরাদ হোসেন মিরন (উট পাখীঁ) ৫৫৮ ভোট পান। অথাৎ প্রথম বারের মত নির্বাচনে অংশ নিয়ে চার প্রার্থীকে  পরাজিত করে ২৪৩ ভোটের ব্যবধানে কাজী দুলাল জয়ী হয়েছেন।

আরো পড়ুন- এসপির হাতে ফুল দিয়ে হাজীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ-ভিডিওসহ

রোববার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগন তাদের প্রচন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। সকাল থেকে নিরাপত্তা জোরদার করার লক্ষে হাজীগঞ্জ সরকারি পাইল স্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ প্রশাসন কাজ করতে দেখা যায়। দিন শেষে দেখা যায় ২৪০১ জন ভোটারের উপস্থিতিতে প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারিত হয়।

বিজয়ী হয়ে তিনি হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বিজয়ের কন্ঠে নব-নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি এ জন্য আমার ওয়ার্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামি দিনে আমার কাজ হলো এ টোরাগড় এলাকা থেকে মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহ রোধসহ উন্নয়নমূলক কাজ করে যাওয়া। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে গত ১২ মে অন্তত ১৫টি মাদক মামলার আসামী কাজী দুলাল নিজেই পরিবার পরিজন নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে এসে আত্মসমর্পণ করলে তাকে ফুল দিয়ে বরণ করে পুলিশ প্রশাসন।

এসময় তার ভাই হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মিঠু কাজী, বোন ও ছেলে ছাত্রলীগ নেতা রাজু কাজী এবং তার মেয়েরা উপস্থিত ছিলেন।

ওই সময়ে পুলিশ সুপার জিহাদুল কবির জানিয়েছিলেন, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজী দুলাল ১৯৯৬ সাল থেকে হাজীগঞ্জসহ চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনার কারবার চালিয়ে আসছিলেন।

ভিডিওতে দেখুন-

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০১৯