Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু
Kachua-photo

কচুয়া বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা মতলব দক্ষিণের টেমাই গ্রামে শীতল চন্দ্র ভৌমিক (২৪) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের বিশ্বজিৎ চন্দ্র ভৌমিকের ছেলে শীতল চন্দ্র ভৌমিক নিজ ঘরের বৈদ্যুতিক তার পাশ্ববর্তী পাকের ঘরে সংযোগ দেয়ার চেষ্টা করে।

এসময় আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে পরে যুবক শীতল চন্দ্র ভৌমিকের মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান। নিহত শীতল চন্দ্র ভৌমিক শান্ত প্রকৃতি,সুদর্শন ও এলাকায় মৎস্য ব্যবসায় সাথে জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানান।

করেসপন্ডেন্ট
১৯ মে ২০১৯