চাঁদপুর কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন হোসেন (২০) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকালে কচুয়ার পালাখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিগাঁও গ্রামে।
স্থানীয়রা জানান, ঐদিন পালাখাল গ্রামে হাজ্বী আবু তাহেরের ঘরের নির্মাণ কাজ করার সময় গৃহের ফ্যান লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে অচেতন হয়ে পড়ে।
পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী সাচার একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৫ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur