চাঁদপুর কচুয়ায় কৃষকদের মাঝে সরকারি সহায়তায় বাবদ অর্ধেক টাকা ভতূর্কিমূল্যে ধানকাটা, মারাই-জারাই ও বস্তাবন্ধি মূল্যবান উপকরন বিতরণ করা হয়েছে।
বুধবার(১৭ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপকারভোগী দু’জন কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এসব কৃষি উপকরন বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, এসিআইয়ে’র চট্রগ্রাম বিভাগীয় আরএসএম মাহমুদ রশিদ, কুমিল্লা এরিয়া বিক্রয় প্রতিনিধি মান্না দে’সহ স্থানীয় উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রের্নী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কৃষকদের মাঝে সরকারী সহায়তায় অর্ধেক টাকা ভতূর্কিমূল্যে ধানকাটা, মারাই-জারাই ও বস্তাবন্ধি মূল্যবান কৃষি উপ-করন দুটি গ্রহন করেন, কচুয়া উপজেলার উজানী গ্রামের অধিবাসী ডা. মো. আসাদুজ্জামান ও খিলমোহের গ্রামের মো. শাহআলম মৃধার ছেলে মো. ফয়েজ উল্লাহ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১৭ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur