কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কচুয়ায় আচরনবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবাহী অফিসার নীলিমা আফরোজ,চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন খান।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কচুয়া মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: শাহজাহান কামাল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মনির হোসেন, চেয়ারম্যান প্রার্থী মো: শাহজাহান শিশিরের প্রতিনিধি জহিরুল ইসলাম খন্দকার ও মোশারফ হোসেন সজীব। এসময় সাংবাদিক,চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারনা ও গণসংযোগ করছেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান শিশির। তিনি গতকাল সোমবার বিকালে কচুয়া উপজেলার উত্তর নোয়াদ্দা, সিংআডডা বাজার ও সফিবাদ গ্রামে নৌকার প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারনা ও গন সংযোগ করেন।
এ সময় কচুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান শিশির নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের দোয়ায় নৌকা প্রতীক পেয়েছি। আমি ছাড়াও চেয়ারম্যান পদে আরো ৩ জন প্রার্তী রয়েছে। আমার চাইতে কেউ যোগ্য হলে যাকে খুশি তাকেই আপনারা ভোট দিবেন। তিনি বলেন, বিগত দিনে উপজেলা চেয়ারম্যান থাকা কালিন চেষ্টা করেছি, আপনাদের সেবা করতে, আবারো নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।
তবে আমার বিশ্বাস আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে আমাকে পুনরায় জয়ী করবেন।
প্রচারণায় তার সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সফিউল্যাহ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো. জামাল হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, কচুয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন স¤্রাট, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজ্জাম্মেল হক টির্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১১ মার্চ, ২০১৯