Home / সারাদেশ / কচুয়ায় আশার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশলা
kachua-asha-ngo

কচুয়ায় আশার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশলা

চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ কল্পে ২ দিনব্যাপী শিক্ষা সেবিকাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশলার উদ্বোধন করা হয়েছে।

বেসরকারি সংস্থা আশা কচুয়া সদর-১ ব্রাঞ্চের আয়োজনে গতকাল বুধবার সকালে আশা কার্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল প্রধান অতিথি হিসাবে এ কর্মশর্লার উদ্বোধন করেন।

আশা কচুয়া শাখা সিনিয়র ব্যাঞ্চ ব্যবস্থাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য বিশেষ অতিথির রাখেন, আশা শিক্ষা অফিসার মো. মনির হোসেন ও শিক্ষা সুপার ভাইজার মো. মহিন উদ্দিন প্রমুখ। এসময় আশার আয়োজনে তাদের নিজস্ব অর্থায়নে উপজেলার ১৭টি শিক্ষা কেন্দ্রের ১৭জন শিক্ষা সেবিকা ওই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করে।

প্রসঙ্গত, বেসরকারি সংস্থা আশা কচুয়ায় বিগত দিনে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করনের জন্য ১৭টি কেন্দ্রের মাধ্যমে এলাকার গরীব অসহায় পরিবারের ৪শ ২৫জন শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে বই,খাতা, শিক্ষা সামগ্রী ও প্রাইভেট পড়ানোর কাজে সহায়তা প্রদান করে আসছে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১৭ অক্টোবর ২০১৯